এ সকল মাহফিলের প্রথম কর্মসূচী হিসেবে ‘রাজাউই’ শীর্ষক প্রদর্শনী আফগানিস্তানের উচ্চতর কুরআন পরিষদের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০টিরও বেশী বোর্ডে ইমাম রেজা (আ.) এর জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, কাবুলে আরো ৩টি পয়েন্টে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া গত বৃহস্পতি ও শুক্রবার (১১ ও ১২ আগস্ট) হযরত ইমাম রেজা (আ.) এর হেরেম শরিফের খাদেমদের মিজবান ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ধর্মপ্রাণ মুসলমানেরা।#3522417