IQNA

কাবুলে ইমাম রেজা (আ.) এর জন্মদিবস পালিত হচ্ছে

4:42 - August 14, 2016
সংবাদ: 2601381
সাংস্কৃতিক ডেস্ক: হযরত ফাতেমা মাসুমা (সা. আ.) ও হযরত ইমাম রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকীর সমসময়ে, ‘রাজাউই’ শীর্ষক প্রদর্শনী বিশেষ মাহফিলের মধ্য দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে শুরু হয়েছে।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ কর্মসূচী কাবুলের ৪টি এলাকায় আফগানিস্তানের কুরআন বিষয়ক উচ্চতর পরিষদ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সেন্টার নামা রেসানেহ এবং ইমামে যামান (আ.) সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

এ সকল মাহফিলের প্রথম কর্মসূচী হিসেবে ‘রাজাউই’ শীর্ষক প্রদর্শনী আফগানিস্তানের উচ্চতর কুরআন পরিষদের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০টিরও বেশী বোর্ডে ইমাম রেজা (আ.) এর জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, কাবুলে আরো ৩টি পয়েন্টে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া গত বৃহস্পতি ও শুক্রবার (১১ ও ১২ আগস্ট) হযরত ইমাম রেজা (আ.) এর হেরেম শরিফের খাদেমদের মিজবান ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ধর্মপ্রাণ মুসলমানেরা।#3522417

captcha