IQNA

রেডিও সেনেগালে ‘ইমাম রেজা’র দৃষ্টিতে ধর্ম ও সরকার’ শীর্ষক অনুষ্ঠানমালা

18:43 - August 17, 2016
সংবাদ: 2601406
আন্তর্জাতিক ডেস্ক: ‘ইমাম রেজা (আ.) এর দৃষ্টিতে ধর্ম ও সরকার’ শীর্ষক অনুষ্ঠানামালা আগামী ১৯ আগস্ট সেনেগালের ফিতিক প্রদেশের ডেফলিং রেডিও থেকে প্রচারিত হবে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হযরত ইমাম রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ‘ইমাম রেজা (আ.) এর দৃষ্টিতে ধর্ম ও সরকার’ শীর্ষক অনুষ্ঠানমালা আগামী ১৯ আগস্ট স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটে সেনেগালের ফিতিক প্রদেশের রেডিও ডেফলিং থেকে প্রচারিত হবে। অনুষ্ঠানটি সেনেগালে অবস্থিত ইরানি কালচারাল সেন্টার কর্তৃক ইমাম রেজা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচীসমূহের অন্যতম।

‘সুরাইয়া লি আহলিল বাইত (আ.)’ কেন্দ্রের প্রধান এবং এ অনুষ্ঠানের উপস্থাপক ও বিশ্লেষক ডাকারে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর সৈয়দ হাসান ইসমাতি’র সাথে সাক্ষাতে জানান: সেনেগালের জনগণ আহলে বাইতকে (আ.) ভালবাসে। কিন্তু তাঁদের জীবনী সম্পর্কে খুব বেশী পরিচিত নয়।

ইমাম রেজা (আ.) এর ব্যক্তিত্বের উপর এ নিয়ে পরপর তিন বছর রেডিও ডেফলিং এ ধরনের অনুষ্ঠান প্রচার করছে।#3523662

captcha