‘সন্ধি স্থাপন এবং উগ্রতাবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে ধর্মের ভূমিকা’ শীর্ষক বিষয়টি তিনদিন ব্যাপী আয়োজিত এ সমাবেশ বক্তৃতা, আলোচনা সভা ও কর্মশালার মাধ্যমে পর্যালোচিত হবে।
আগামীকাল (রোববার, ২১ আগস্ট) মুসলিম ও খ্রিষ্টান যুবকদের এ সমাবেশের সমাপনী দিনে মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি ‘আহমাদ আত-তাইয়্যেবে’র এ সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশের অপর কর্মসূচীর মধ্যে রয়েছে, মিসরের কিবতি খ্রিষ্টানদের নেতা পোপ দ্বিতীয় তাওয়াদ্বোরাস’-এর সাথে সাক্ষাত এবং কায়রো’তে অবস্থিত আরবলীগের কার্যালয় পরিদর্শন ইত্যাদি।#3523813