IQNA

'আয়াতুল্লাহ ঈসা কাসেমে'র বাড়ী থেকে নিরাপত্তা বাহিনী পশ্চাদপসরণ

15:44 - August 21, 2016
সংবাদ: 2601428
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের "আল দাররাজ" শহরে শিয়া নেতা আয়াতুল্লাহ ঈসা কাসেমে'র বাড়ীতে কড়া নিরাপত্তার অধীনে রেখেছিল আলে খলিফার সামরিক সেনারা। তবে গতকাল (২০ আগস্ট) আলে খলিফার সামরিক সেনারা পশ্চাদপসরণ করেছে।
'আয়াতুল্লাহ ঈসা কাসেমে'র বাড়ী থেকে নিরাপত্তা বাহিনী পশ্চাদপসরণ
বার্তা সংস্থা ইকনা: আলে খলিফার সামরিক সেনারা তাদের অত্যাচার অব্যাহত রেখে ইয়েমেনের শিয়া মুসলমানদের নেতা আয়াতুল্লাহ ঈসা কাসেমে'র বাড়ীতে কড়া নিরাপত্তার অধীনে রেখেছিল।

আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমকে গ্রেফতার করার পর ঐ শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। "আল দাররাজ" শহরের 'আল-ফিদা' স্কয়ার থেকে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমকে বাড়ীর আশে-পাশের সকল রাস্তাসমূহ অবরোধ করে রেখেছিল।

গতকাল (২০ আগস্ট) আলে খলিফার সামরিক সেনারা পশ্চাদপসরণ করার পর সেদেশের জনগণ আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেমের বাড়ীর আশে পাশে তার মুক্তির দাবীতে এবং আলে খলিফার অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং আলে খলিফার বিরুদ্ধে শ্লোগান দেয়।

বলাবাহুল্য, বাহরাইনের সামরিক বাহিনী বিগত কয়েক মাসে রাষ্ট্রীয় বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক জন্য শিয়া নেতাকে গ্রেফতার করেছে। এমনকি আয়াতুল্লাহ ঈসা কাসেমে'র নাগরিকত্বও বাতিল করেছে।

iqna


captcha