IQNA

সুইজারল্যান্ডে স্বীকৃতি পাচ্ছে ইসলাম ধর্ম?

20:24 - August 24, 2016
সংবাদ: 2601449
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের সোশ্যাল ডেমোক্রাটিক পার্টির প্রধান ইসলাম ধর্মকে এ দেশে স্বীকৃতি প্রদানের প্রস্তাব পেশ করেছে।

Akhbarona এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সুইজারল্যান্ডের সোশ্যাল ডেমোক্রাটিক পার্টির প্রধান ক্রিস্টিয়ান লিভরাট গতকাল (সোমবার, ২৩ আগস্ট) ইসলাম ধর্মকে সুইজারল্যান্ডে স্বীকৃতি প্রদানের প্রস্তাব রেখেছেন।

তিনি সুইস এক পত্রিকা দেয়া সাক্ষাতকারে বলেন: ইসলাম ধর্মকে স্বীকৃতি দানের বিষয়টির উপর আলোচনা এবং বিষয়টিকে দেশের সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে।

তার সংযোজন: ইসলাম ধর্মকে স্বীকৃতি দিলে এ ধর্মের আলেমদের শিক্ষা এবং তাদের অর্থনৈতিক সহযোগিতার দায়িত্ব স্বয়ং সুইস সরকারের নিজেরই। এর ফলে এ ধর্ম অপরিচিত এবং উগ্রতাবাদিরা নিয়ন্ত্রণ করতে পারবে না।

তিনি সাক্ষাতকারে এ প্রশ্নটি উত্থাপন করেন যে, সুইজারল্যান্ডের জন্য বিশেষ ইসলাম তৈরি করা সম্ভব কিনা? এ বিষয়টি নিয়েও আলোচনা করতে হবে।

ঐ প্রস্তাবের ভিত্তিতে সুইজারল্যান্ডের দৈনিক ‘২০ মিনিট’ লিভরাটের প্রস্তাবকে প্রকাশ করে, ‘ইসলাম ধর্ম কি সুইজ্যারল্যান্ডে স্বীকৃত ধর্ম হতে পারবে?’ শীর্ষক বিষয়ে জরিপ শুরু করেছে।#3525315

captcha