IQNA

দায়েশ সন্ত্রাসীরা মুসলমান নয় : এর্দোগান

20:38 - August 24, 2016
সংবাদ: 2601450
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রাজাব তায়েব এর্দোগান এক ভাষণে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশকে মুসলিম বিশ্বের জন্য বড় সমস্যা বলে আখ্যায়িত করেছেন।

আনাতোলি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: তুরস্কের প্রেসিডেন্ট রাজাব তায়েব এর্দোগান আজ (মঙ্গলবার, ২৪ আগস্ট) প্রদত্ত এক ভাষণে সিরিয়াতে তুর্কি বাহিনী’র অভিযান শুরু কথা উল্লেখ করে বলেন: সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করার জন্য বিশ্বসমাজের উচিত অত্যন্ত কঠোরভাবে দায়েশের মোকাবিলা করা। ইসলামের সাথে কোন সম্পর্ক নেই দায়েশের। কপালে কাপড় বাধা অথবা পতাকাতে কলেমা তৌহিদ লেখা কারো মুসলমান হওয়ার সপক্ষে প্রমাণ নয়।

দায়েশের নেতাদের চিন্তাধারা ইসলামি শিক্ষার পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন: দায়েশ সন্ত্রাসীরা আল্লাহ্র নামের অপব্যবহার করে। তারা না মুসলমান আর না ইসলাম ধর্মের কিছু বোঝে। সন্ত্রাসী এ গোষ্ঠিটি মুসলিম বিশ্বের জন্য বড় বড় সমস্যা সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, এর্দোগান এ ধরনের মন্তব্য করলেও সন্ত্রাসী গ্রুপগুলোকে সহযোগিতার তালিকায় যে সকল রাষ্ট্রের নাম রয়েছে সে তালিকা থেকে এখনো নিজের নাম কাটাতে পারেনি তুরস্ক।#3525263

captcha