IQNA

সম্মাননা প্রদর্শনের জন্য তুরস্কে হাফেজদের নিকট থেকে পরীক্ষা গ্রহণ

19:15 - August 26, 2016
সংবাদ: 2601458
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের "ভ্যান" শহরে হাফেজদের সম্মাননা প্রদানের জন্য তাদের নিকট থেকে কুরআন হেফজ পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে।
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের "ভ্যান" প্রদেশের সেদেশের ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাফেজদের নিকট থেকে কুরআন হেফজ পরীক্ষা নেওয়া হয়েছে।

উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশ অংশগ্রহণকারী ভ্যান প্রদেশের কুরআন প্রশিক্ষণ সেন্টারের শিক্ষার্থী। বিভিন্ন বয়সের হাফেজগণ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

তুরস্কের ধর্মীয় প্রতিষ্ঠানের ঘোষণা অনুযায়ী, হেফজ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে তাদেরকে তুরস্কের ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রহণযোগ্য সার্টিফিকেট প্রদান করা হবে।

iqna


ট্যাগ্সসমূহ: তুরস্ক ، হাফেজ ، কুরআন ، ইকনা ، ধর্ম
captcha