IQNA

বুরকিনি নিষিদ্ধ করার আহবান সারকোযির

20:41 - August 26, 2016
সংবাদ: 2601459
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট গতরাতে (বৃহস্পতিবার, ২৫ আগস্ট) প্রেসিডেন্ট পদ ফিরে পাওয়ার লক্ষ্যে প্রদত্ত প্রথম ভাষণে বুরকিনি’র উপর নিষেধাজ্ঞা আরোপের আহবান জানিয়েছেন।
দৈনিক টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সারকোযি তার নির্বাচনী প্রচারণার প্রথম ভাষণে ফ্রান্সের কিছু কিছু শহরে নিষিদ্ধ হওয়া বুরকিনির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের উপর গুরুত্বারোপ করে বলেছেন : অভিবাষী ও সংখ্যালঘুরা ফরাসী স্বকীয়তাকে বিনষ্ট করছে!

সারকোযি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। তিনি শুধু এক টার্মের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পেরেছিলেন।

তিনি তার ভাষণে বলেন: ফ্রান্সের সৈকতসমূহে বুরকিনির প্রচলন হতে আমরা দেব না। সমগ্র ভূখণ্ডে এ পোশাকের নিষেধাজ্ঞার উপর আইন প্রণয়ন করতে হবে।

প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে ফ্রান্সে আইএসআইএলের হামলার ইস্যুকে ব্যবহার করছে সারকোযি।#3525463

captcha