সারকোযি ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন। তিনি শুধু এক টার্মের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পেরেছিলেন।
তিনি তার ভাষণে বলেন: ফ্রান্সের সৈকতসমূহে বুরকিনির প্রচলন হতে আমরা দেব না। সমগ্র ভূখণ্ডে এ পোশাকের নিষেধাজ্ঞার উপর আইন প্রণয়ন করতে হবে।
প্রসঙ্গত, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে ফ্রান্সে আইএসআইএলের হামলার ইস্যুকে ব্যবহার করছে সারকোযি।#3525463