IQNA

তুরস্কের একটি মসজিদে ঝাড়বাতি পড়ে ১১ জন আহত

8:08 - August 27, 2016
সংবাদ: 2601465
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের "কৈসরিয়া" শহরের একটি মসজিদে ঝাড়বাতি পড়ে কমপক্ষে ১১ জন মুসল্লি আহত হয়েছেন।
তুরস্কের একটি মসজিদে ঝাড়বাতি পড়ে ১১ জন আহত
বার্তা সংস্থা ইকনা: কৈসরিয়া শহরের "আহমেদ আল-আয়েশা ইঞ্চি" মসজিদে গতকাল (২৬ আগস্ট) জুমার নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে কমপক্ষে ১১ জন মুসল্লি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলে অবিলম্বে অ্যাম্বুলেন্স আসে এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, মসজিদের ভিতরে ঝাড়বাতি ইন্সটলের ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।
iqna

captcha