মিশরের প্রখ্যাত ক্বারি অধ্যাপক আহমাদ নায়িনায় উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে রেস্টুরেন্টে তিলাওয়াত সম্পর্কে বলেন: নিম্ন কণ্ঠ, মাইক্রোফোন না থাকা এবং সভার সময় স্বল্পতার কারণ আমার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে।
তিনি বলেন: যখন আমি ইরানে গিয়েছিলাম, তখন সেদেশে কাশান শহরে ৬০০ থেকে ৭০০ জনের সামনে বড় মাইক্রোফোনের কুরআন তেলাওয়াত করেছি। এখন সেই কথা মনে পরছে। সেখানে অনেক দর্শক এবং সাউন্ড সিস্টেম ভালো থাকার কারণে আমি উচ্চস্বরে কুরআন তিলাওয়াত করেছি। আর এখানে স্বল্প দর্শক এবং ছোট জায়গা হওয়ার কারণে আমি তুলনামূলকভাবে ধীরকণ্ঠে কুরআন তিলাওয়াত করেছি।
অধ্যাপক আহমাদ নায়িনায়'র কুরআন তিলাওয়াত শুনে উপস্থিত দর্শনার্থীগণ তাকে অভিনন্দন জানিয়েছেন।
মিশরের বিখ্যাত ক্বারি উক্ত কুরআন মাহফিলে সূরা মারইয়ামের ৫১ থেকে ৫৭ নম্বর আয়াত এবং সূরা কাফিরূন তিলাওয়াত করেছেন।
মুসলিম বিশ্ব এবং মিশরের প্রখ্যাত ক্বারি অধ্যাপক আহমাদ নায়িনায় তুরস্কের ইস্তাম্বুলের রেস্টুরেন্টে তিলাওয়াতকৃত ভিডিওটি ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল।
وَاذْكُرْ فِي الْكِتَابِ مُوسَى إِنَّهُ كَانَ مُخْلَصًا وَكَانَ رَسُولًا نَبِيًّا
এবং (হে রাসূল!) স্মরণ কর এ গ্রন্থে মূসার কথা; নিশ্চয় সে ছিল আমার পরিশুদ্ধ বান্দা এবং রাসূল ও নবী।
وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا
আর আমরা তাকে আহ্বান করেছিলাম তূর পর্বতের ডান প্রান্ত থেকে এবং আমরা তাকে গোপন আলোচনার জন্য নিকটবর্তী করেছিলাম।
وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا
এবং আমরা নিজ অনুগ্রহ থেকে তার ভাই হারুনকে নবী হিসেবে তাকে দিয়েছিলাম।
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِسْمَاعِيلَ إِنَّهُ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُولًا نَبِيًّا
এবং এ গ্রন্থে ইসমাঈলকে স্মরণ কর, নিশ্চয় সে প্রতিশ্রুতিতে সত্যনিষ্ঠ এবং রাসূল ও নবী ছিল।
وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا
এবং সে তার পরিবারবর্গকে সর্বদা নামায ও যাকাতের নির্দেশ দিত এবং সে তার প্রতিপালকের সন্তোষভাজন ছিল।
وَاذْكُرْ فِي الْكِتَابِ إِدْرِيسَ إِنَّهُ كَانَ صِدِّيقًا نَبِيًّا
এবং এ গ্রন্থে বর্ণিত ইদরীসের কথাও স্মরণ কর, নিশ্চয় সে পরম সত্যবাদী নবী ছিল।
وَرَفَعْنَاهُ مَكَانًا عَلِيًّا
এবং আমরা তাকে উচ্চ স্থানে উন্নীত করেছিলাম।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
অসীম দয়াময় ও অনন্ত করুণাময় আল্লাহর নামে
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
তুমি বল, ‘হে অবিশ্বাসীরা!
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
আমি তার উপাসনা করি না, যার উপাসনা তোমরা কর
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং তোমরাও তাঁর উপাসনাকারী নও, যাঁর উপাসনা আমি করি।
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
আর আমি তার উপাসক নই, যার উপাসনা তোমরা কর
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
আর না তোমরা তার উপাসক যার উপাসনা আমি করি।
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম।’