IQNA

বুরকিনি ইস্যুতে বেলজিয়ামের নারীদের প্রতিবাদ সমাবেশ

4:46 - August 31, 2016
সংবাদ: 2601490
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সমূদ্র সৈকতে বুরকিনি পরার ইস্যুতে যে টানাপোড়ন সৃষ্টি হয়েছে ভিন্ন আঙ্গিকে এর প্রতিবাদ জানিয়েছে বেলজিয়ামের জনগণ।

Islamic News ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বুরকিনি পরার বিষয়ে বিরোধিতার প্রতিবাদ জানানোর লক্ষ্যে উপকূলবর্তী এ্যান্টওয়ের্প শহরে সমবেত হয়েছে বেলজিয়ামের নারীরা।

এ সমাবেশ ‘আমরা নারী, আমরা স্বাধীন’ শিরোনামে আয়োজিত হয়েছে।

তারা এ সমাবেশ থেকে ঘোষণা করেছেন যে, এটা ফ্রান্স নয়, কিন্তু এটা ফ্রান্সের সৈকতে বুরকিনি পরার উপর নিষেধাজ্ঞার প্রতীকি প্রতিবাদ।

ঐ সমাবেশ অংশগ্রহণকারীদের একজন বলেন: নারী ও পুরুষের এ অধিকার থাকা উচিত যে, তারা স্বাধীনভাবে তাদের পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এ্যান্টওয়ের্প শহরের মেয়রের ব্যঙ্গের প্রতিবাদ করাও ছিল এ সমাবেশের অন্যতম লক্ষ্য। তিনি সম্প্রতি হিজাবধারী নারীদেরকে ব্যঙ্গ করেছিলেন।

প্রসঙ্গত, বেলজিয়ামে খ্রিষ্টান ধর্মের অনুসারীদের পর মুসলমানরাই হচ্ছে দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ ধর্মের অনুসারী।#3526501

captcha