IQNA

গিনি’র মুসলমানদের মাঝে ১১ হাজার কুরআন বিতরণ

5:56 - September 01, 2016
সংবাদ: 2601495
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের একটি দাতব্য সংস্থা গিনি প্রজাতন্ত্রের মুসলমানদের মাঝে ১১ হাজার কুরআন শরিফ বিতরণ করেছে।

Wam এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘দুবাই’ দাতব্য সংস্থা কর্তৃক এ সংখ্যক কুরআন গিনি প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কুরআন বিষয়ক সংস্থা ও কেন্দ্র এবং রাজধানী কোনাক্রিসহ বিভিন্ন শহর ও মফস্বলের মসজিদে বিতরণ করা হয়েছে।

গিনি প্রজাতন্ত্রে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের মাঝে ওহির বাণী প্রসারে সংযুক্ত আরব আমিরাতের এ পদক্ষেপে কৃতজ্ঞতা জানিয়েছে এ হাদিয়া গ্রহণকারী গিনি প্রজাতন্ত্রের বিভিন্ন সংস্থা ও কুরআন ইন্সটিটিউট।

প্রসঙ্গত, গিনি প্রজাতন্ত্র আফ্রিকার উত্তর-পশ্চিম অঞ্চলে এ্যাটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি দেশ। দেশটির জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ মুসলমান এবং ১০ ভাগ খ্রিষ্টান।#3526701

captcha