IQNA

কাতিফে মেয়েদের কুরআন প্রতিযোগিতা

4:46 - September 04, 2016
সংবাদ: 2601511
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: শিয়া মেয়েদের হেফজ ও তেলাওয়াত বিষয়ক প্রতিযোগিতা ‘ফাস্তাকিম’ সৌদি আরবের কাতিফ শহরের দারুল কুরআন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ক্বাফে’র উদ্ধৃতি দিয়ে ইকনা’র রিপোর্ট: এ প্রতিযোগিতা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ ও দাম্মাম শহরের কুরআন বিষয়ক পরিষদগুলোর মহিলা বিভাগের অংশগ্রহণের মধ্য দিয়ে হিফজ ও তেলাওয়াত বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

৮৪ জন শিশু, কিশোরী ও যুবতি এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বের পর ৩৮ জন প্রতিদ্বন্দী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন।

হেফজ বিভাগ ৩টি হল যথাক্রমে, মেয়ে শিশুদের জন্য ৩০তম পারা, কিশোরীদের জন্য ২৯তম পারা এবং যুবতিদের জন্য ৫ পারা।

কিরাত বিভাগে ১৮ প্রতিযোগী পরস্পরের প্রতিদ্বন্দিতা করেন। এ বিভাগটি বিচারক প্যানেলের প্রধান এবং কুরআনিক ব্যক্তিত্ব ‘যাহরা আব্বাস’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

তেলাওয়াত বিভাগে ৮ জন শিশু প্রতিদ্বন্দী সূরা ‘দ্বোহা’ ও ‘ইনশিরাহ’ তেলাওয়াত করেন, ৪ কিশোরী প্রতিদ্বন্দী সূরা ‘হাশর’ এবং বড়দের বিভাগে অংশগ্রহণকারী ৬ প্রতিদ্বন্দী সূরা ‘বাকারা’ তেলাওয়াতের মাধ্যমে পরস্পরের প্রতিদ্বন্দিতা করেছেন।

এ প্রতিবেদনের ভিত্তিতে, প্রতিযোগিতার ফলাফল ও বিজয়ীদের নাম চলতি মাসের শেষ সপ্তাহের গোড়ার দিকে ঘোষণা করা হবে।#3527436


captcha