IQNA

মুসলিম পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে তৎপর জাপান

5:02 - September 04, 2016
সংবাদ: 2601512
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য থেকে অধিক পরিমাণে পর্যটক টানতে সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত সীমাবদ্ধতা কমিয়ে এনেছে জাপান সরকার।

Halal Focus এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: জাপানের পর্যটন বিষয়ক প্রাইভেট কোম্পানির কর্মকর্তা ‘শোসাকো হিনোকি’ জানিয়েছেন: পর্যায়ক্রমিকভাবে হালাল পর্যটন শিল্প সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে জাপান।

তিনি বলেন: মুসলিম ক্রেতাদেরকে আকৃষ্ট করতে ইতিমধ্যে কিছু কিছু রেস্টুরেন্ট হালাল খাদ্য পরিবেশনও শুরু করেছে।

মধ্যপ্রাচ্য ব্যতীত মালয়েশিয়াসহ দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে মুসলিম পর্যটকদের জাপান সফর বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর্যটকদের ভিসা ব্যতীত জাপান সফরের বিষয়টি বিবেচনায় রেখে জাপান সরকার। যাতে এর মাধ্যমে দক্ষিন-পূর্ব এশিয়া থেকে বেশী সংখ্যক মুসলিম পর্যটকদেরকে আকৃষ্ট করা সম্ভব হবে।

জাপানে মুসলিম পর্যটকদের যাতায়াত বৃদ্ধির কারণে দেশটিতে হালাল শিল্পের সম্প্রসারণ লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দরে মুসলমানদের জন্য বিশেষ সেবাও প্রদান হচ্ছে। সেগুলোর মধ্যে রয়েছে হালাল খাদ্য পরিবেশন, নামায খানা নির্মাণ, ইসলামি সেবা সেন্টার গাইড সফ্টওয়্যার তৈরী এবং মুসলমানদের জন্য বিশেষ পর্যটন ট্যুর ইত্যাদি।#3527338


captcha