IQNA

বিশ্বের বিভিন্ন দেশে কুরআন বিতরণ প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু করেছে কাতার

21:33 - September 04, 2016
সংবাদ: 2601514
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের মানবিক সেবা ফাউন্ডেশন "রাফ" বিশ্বের বিভিন্ন দেশে কুরআন বিতরণের পদক্ষেপ নিয়েছে। আর তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু করেছ। 'তাবায়ন' নামক উক্ত প্রকল্পের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে কুরআন বিতরণ প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু করেছে কাতার
বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণের প্রকল্পের দ্বিতীয় ধাপে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের ৭৬০ খণ্ড পাণ্ডুলিপি বিতরণ করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে নাইজেরিয়া, সিয়েরালিওন এবং ফিলিপাইন ২৮০ খণ্ড বিতরণ করা হয়েছে। এরমধ্যে নাইজেরিয়ায় ৮০ খণ্ড, সিয়েরালিওনে ১ লাখ ২০ হাজার খণ্ড এবং ফিলিপাইনে ৮০ হাজার খণ্ড বিতরণ করা হবে।

এরই মধ্যে "রাফ" ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬টি ভাষায় অনুদিত কুরআন শরিফের ১ লাখ ২০ হাজার পাণ্ডুলিপির প্রিন্ট শুরু করা হয়েছে।

এই পরিকল্পনার মাধ্যমে আফ্রিকান, ইউরোপীয় ও এশিয়ার ৫০টি দেশে মুসলমানদের পবিত্র কুরআনের চাহিদা পূরণ করা।

বলাবাহুল্য, বিশ্বের বিভিন্ন দেশে কুরআন বিতরণ প্রকল্পের প্রথম ধাপে আমেরিকা, আফ্রিকানৱ এবং এশিয়ার বিভিন্ন দেশে ৫ লাখ ৫ হাজার কুরআন বিতরণ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকা মহাদেশের কেনিয়ায় ৪০ হাজার পাণ্ডুলিপি, গাম্বিয়ায় ৪০ হাজার পাণ্ডুলিপি, উগান্ডায় ৪০ হাজার পাণ্ডুলিপি, নাইজারে ৮০ হাজার পাণ্ডুলিপি, মালি প্রজাতন্ত্রে ২৫ হাজার পাণ্ডুলিপি, তানজানিয়ায় ৮০ হাজার পাণ্ডুলিপি, সিয়েরা লিয়নে ১ লাখ ২০ হাজার পাণ্ডুলিপি এবং আফ্রিকার অন্যান্য দেশে ৫৩ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، কুরআন ، নাইজেরিয়া ، কাতার
captcha