বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ব্রিটেনে নবজাতকদের জনপ্রিয় নামের তালিকা করা হয়েছে। জনপ্রিয় নামের তালিকায় ইংরেজিতে মুহাম্মাদ নামটি ৪ ভাবে লেখা হয়েছে। এজন্য আলোচনা করা হচ্ছে যে, বিভিন্ন বানানে লিখিত মুহাম্মাদ নামটি আলাদা ভাবে গণনা করা হবে না কি একসাথে গণনা করা হবে।
কেউ কেউ মতামত দিচ্ছে মুহাম্মাদ নামটি ইংরেজিতে Muhammad، Mohammed، Mohammad এবং Muhammed লেখা হয়েছে। আর এজন্য পৃথক ভাবে শিশুদের নাম রেকর্ড করা উচিত। এক্ষেত্রে পর্যায়ক্রমে ১২, ২৯, ৬৮ এবং ১২১টি শিশুর নামকরণ করণের মাধ্যমে নবজাতকদের জনপ্রিয় নামের স্থান দখল করেছে।
তবে যদি চার ভাবে লেখা মুহাম্মাদ নামটি যদি এক সারিতে গণনা করা হয়, তাহলে এই নামটি ব্রিটেনের নবজাতকদের সবচেয় জনপ্রিয় নামের স্থান দখল করবে।
নামের চার্টে মুহাম্মাদ নামটি ৭৫৭০ বার ব্যবহার করা হয়েছে। এই নামের পর অলিভার নামটি ৬৯৪১ বার ব্যবহার করা হয়েছে। এই দুই শীর্ষ নামের পর জ্যাক এবং হ্যারি নামটি রয়েছে।
ইংল্যান্ডে ও ওয়েলসে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি কারণে এবং মুসলিম বিখ্যাত ব্যক্তিত্ব যেমন:" মুহাম্মাদ আলী ক্লে (আমেরিকান মুষ্টিযোদ্ধা) এবং ব্রিটেনের চ্যাম্পিয়ন রানার মোহাম্মদ ফারাহ'র কারণে এই নামের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
ব্রিটেনের আরবি স্কুলের শিক্ষক ইব্রাহীম উসমান বলেন: বিভিন্ন বর্ণমালায় লিখিত এই নামের মধ্যে কোন পার্থক্য নেই। সব নামই "মুহাম্মাদ"। শুধুমাত্র বিভিন্ন বর্ণমালায় লেখা হয়েছে।
তিনি বলেন: যে সকল শব্দ ইংরেজিতে নেই, সেগুলো বিভিন্ন পদ্ধতিতে ইংরেজি বর্ণমালায় লেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে, 'O' স্থানে 'u' ব্যবহার করা যায়। এক্ষেত্রে নামের কোন পার্থক্য হবে না।
iqna