IQNA

এক মাসে মসজিদুল আকসায় ১৮০০ জায়নবাদীর হামলা

5:46 - September 05, 2016
সংবাদ: 2601517
আন্তর্জাতিক ডেস্ক: শুধু আগস্ট মাসে ইহুদি বসতির উগ্র ইহুদি ও ইসরাইলি নিরাপত্তা বাহিনী’র ১৮৯৮ সদস্য মসজিদুল আকসাতে হামলা চালিয়েছে।

World bulletin এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পূর্ব কুদস ও মসজিদুল আকসা বিষয়ক জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছে: জায়নবাদীরা ৩৪ জন ফিলিস্তিনিকে মসজিদুল আকসায় প্রবেশ নিষিদ্ধ করেছে। এ সকল নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ দিন থেকে ৬ মাস।

দখলকৃত ভূখণ্ড থেকে ফিলিস্তিনীদেরকে বিতাড়িত করতে আগস্ট মাসে বিভিন্ন ক্যাম্পেইন করেছে জায়নবাদী ইসরাইল।

ফিলিস্তিনি বন্দি বিষয়ক সোসাইটি’র ঘোষণার ভিত্তিতে, ইসরাইলি সেনারা ১০ জন নারী ও ৭৩ শিশুসহ সর্বমোট ৫১৬ জনকে পশ্চিমতীর ও গাজা’র বিভিন্ন অঞ্চল থেকে আটক করেছে।

পূর্ব কুদসের পর আল-খালিল থেকে সবচেয়ে বেশী ফিলিস্তিনীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে, হাজার হাজার ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালনের বাহানায় আল-খালিলে’র ইব্রাহিমি মসজিদে হামলা চালায়।

১৯৯৪ সালে উগ্র ইহুদিদের হামলায় ২৯ জন ফিলিস্তিনী মুসল্লি নিহত হওয়ার পর থেকে ইসরাইলি সেনারা এ মসজিদে ইহুদি ও মুসলমানদেরকে পৃথক করে রাখে।#3527728


captcha