IQNA

আতঙ্কের মধ্যে জীবন অতিবাহিত করছে "ক্যারোলাইনা" মুসলিম শিক্ষার্থীরা

16:08 - September 05, 2016
সংবাদ: 2601518
আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাত পরিচয়েরে ইসলাম বিদ্বেষীরা আমেরিকার দক্ষিণাঞ্চলীয় ক্যারোলিনা রাজ্যের 'বার্ণিস' স্কুলের মুসলিম শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ক্যারোলিনা রাজ্যের স্পার্টানাবর্গ শহরের বার্ণিস' স্কুলের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন: শুক্রবার (২য় সেপ্টেম্বর) বিকালে সন্ত্রাসীরা হুমকি দিয়ে একটি বার্তা পাঠায়। বার্তায় লেখা রয়েছে মঙ্গলবারে স্কুলে আক্রমণ করা হবে। এই বার্তা সাথে  ছুড়ি ও স্বস্তিকা চিহ্ন হাতে নিয়ে মুখোশ পরা এক ব্যক্তির ছবিও রয়েছে।
স্কুলের পরিচালক স্কট টার্নার বলেন: এ ব্যাপারে স্পার্টানাবর্গের পুলিশের সাথে আলোচনা করা হয়েছে। এই সপ্তাতে স্কুলের চারপাশে পুলিশ টহল দেবে। আগামীকাল এই এলাকায় পুলিশের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
পুলিশ প্রধান বলেন: হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে; তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বার্ণিস' স্কুলটি ক্যারোলিনা রাজ্যের সবচেয়ে বড় স্কুলে। বর্তমানে এই স্কুলে ২৩০০ অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে।
প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার বিভিন্ন রাজ্যে বসবাসকৃত মুসলমানেরা সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে জীবন অতিবাহিত করছে। ইসলাম বিদ্বেষীরা টেলিফোন, সরাসরি অথবা বার্তা প্রেরণের মাধ্যমে মুসলমানদের ওপর হামলা, হত্যা ও মসজিদ ধ্বংস করার হুমকি দিচ্ছে।
iqna




captcha