IQNA

রাওয়ালপিণ্ডিতে ‘উগ্রতাবাদের মোকাবিলায় যুবকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার

21:32 - September 05, 2016
সংবাদ: 2601521
আন্তর্জাতিক ডেস্ক: ‘উগ্রতাবাদের মোকাবিলায় যুবকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার চলতি বছরের ২২ অক্টোবর রাওয়ালপিণ্ডি সিটি কাউন্সিলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: ‘উগ্রতাবাদের মোকাবিলায় যুবকদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ইসলামাবাদে ইরানি কাউন্সেলর জনাব শাহাবুদ্দীন দারায়ী এবং মিনহাজুল কুরআন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থার প্রতিনিধিবৃন্দ উমার কুরাইশি ও মুজিবুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সেমিনারে উগ্রতাবাদের বিরুদ্ধে সমাজকে সচেতন করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করা হবে।

সেমিনারে ইরান কালাচারাল সেন্টার ও মিনহাজুল কুরআন সংস্থার সংস্কৃতি বিষয়ক বিভিন্ন প্রবন্ধ পাঠ করা হবে এবং সেমিনার শেষে নির্বাচিত প্রবন্ধের লেখকদেরকে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।#3527455


captcha