দৈনিক আল-আনবা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিভিন্ন প্রদেশে কুরআন মুদ্রণের বিষয়ে কুয়েতের কুরআন ও সুন্নাতে নববি (স.) মুদ্রণ বিষয়ক সংস্থার আবেদনের ভিত্তিতে ‘ফারওয়ানিয়া’ প্রদেশের গভর্নরের সহযোগিতায় ‘আন্দোলোস’ এলাকায় কুরআন মুদ্রণ কেন্দ্র নির্মাণের জন্য এক খণ্ড জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
এ মুদ্রণ কেন্দ্র ফারওয়ানিয়া, জাহরা ও আহমাদি প্রদেশের প্রয়োজন মেটাবে বলে ধারণা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, কুয়েতের কুরআন মুদ্রণ বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, মুদ্রণ কেন্দ্র নির্মাণের যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই এর নির্মাণ কাজ শুরু হবে।#3528319