IQNA

পাকিস্তানে কুরআন হাফেজ এবং ক্বারিদের সম্মাননা প্রদর্শন

15:25 - September 07, 2016
সংবাদ: 2601531
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কুরআনিক বিজ্ঞান ইন্সটিটিউট 'জামারানে'র উদ্যোগে এবং করাচীতে ইরান সংস্কৃতি হাউসের সহযোগিতায় কুরআন হফেজ এবং ক্বারিদের সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করার মাধ্যমে তাদেরকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
পাকিস্তানে কুরআন হাফেজ এবং ক্বারিদের সম্মাননা প্রদর্শন + ছবি
বার্তা সংস্থা ইকনা:  পাকিস্তানে যে সকল শিক্ষার্থী কুরআনের হফেজ, ক্বারি এবং মাফাহিমে কুরআন ও নাহজুল বালাগায় দক্ষ তাদেরকে এই সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
উক্ত সম্মাননা প্রদর্শন অনুষ্ঠান করাচীতে অবস্থিত ইরানের সাংস্কৃতিক প্রতিনিধির অ্যামি্পথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে করাচীতে ইরান সংস্কৃতি হাউসের কর্তৃপক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ফায়্য়াজ হুসাইন নাকাভী, হাউজায়ে জামিয়া এলমিয়ার প্রধান সাইয়্যেদ আমির হুসাইন হাসানী এবং করাচীর গভর্নর সাইয়্যেদ মুহাম্মাদ তাকী সহ কুরআনের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর কুরআন হেফজ, মাফাহিমে কুরআন ও নহজুল বালাগার আলোকে প্রতিযোগিতায় হয়। প্রতিযোগিতার শেষে কুরআন শিক্ষার আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ফায়্য়াজ হুসাইন নাকাভী।
উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুরআন হাফেজ এবং ক্বারিদের মাঝে পুরস্কার এবং স্বীকৃতিমূলক সার্টিফিকেট প্রদান করা হয়।
iqna
পাকিস্তানে কুরআন হাফেজ এবং ক্বারিদের সম্মাননা প্রদর্শন + ছবি

captcha