IQNA

‘হারামাইন শরিফাইনের খাদেম হওয়ার যোগ্যতা আলে সাউদের নেই’

14:42 - September 08, 2016
সংবাদ: 2601535
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, আলে সাউদের মত কুলাঙ্গারদের মক্কা ও মদিনার মত পবিত্রভূমি তত্ত্বাবধানের কোন যোগ্যতা নেই। গত বছরের হজের সময় মিনা ট্র্যাজেডি ও পবিত্র মক্কায় ক্রেন ভেঙে হতাহত ইরানি হাজিদের পরিবারের সদস্যদেরকে দেয়া একা সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‘হারামাইন শরিফাইনের খাদেম হওয়ার যোগ্যতা আলে সাউদের নেই’
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেন, গত বছরের হজের সময় মিনা ট্র্যাজেডি ও পবিত্র মক্কায় ক্রেন ভেঙে ৭ হাজারের বেশি আল্লাহর ঘরের মেহমান হাজিদের মর্মান্তিক মৃত্যুর পরও সৌদি আরবের ওহাবি শাসকদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের রহস্যজনক নীরবতার কড়া সমালোচনা করে বলেন: মুসলিম বিশ্বের এ ধরনের নীরবতা নৈতিক অধঃপতনের বড় কারণ। এটি মুসলিম বিশ্বের জন্য বিপর্যয়কর। হজ্বের মৌসুমে এত বড় ট্রাজেডির এক বছর অতিক্রম করার পরও এ ঘটনার কোন সুষ্ঠু তদন্ত না হওয়া প্রমাণ করে যে, এ ঘটনার পেছনে সৌদি সরকার প্রত্যক্ষভাবে জড়িত। তারা মুসলিম জাহানের পবিত্রতম ভূমি হারামাইন শারিফাইন তথা মক্কা ও মদিনা তত্বাবধানের কোন যোগ্যতা রাখে না।  
তিনি আরো বলেন- শুধু সরকারগুলো নয়, মুসলিম বিশ্বের বিশেষজ্ঞ, পণ্ডিত, রাজনৈতিক কর্মী ও অভিজাত লোকজনও হাজার হাজার হাজি শহীদ হওয়ার বিষয়ে মুখ বন্ধ করে রয়েছেন। মিনার ঘটনার মতো হৃদয়বিদারক ঘটনায় চুপ থাকাটাই হচ্ছে সত্যিকারের ট্র্যাজেডি।  
অনুষ্ঠানে তিনি আরো বলেন: সৌদি শাসকরা এতটাই নির্লজ্জ যে, যেসব দেশের হাজি নিহত হয়েছেন সেসব মুসলিম দেশের কাছে তারা মৌখিকভাবে ক্ষমা চাইতে পর্যন্ত অস্বীকার করেছেন। তারা এতগুলো মুসলিম প্রাণ বিসর্জনের পরও এমনভাবে করছে যে, কোন কিছুই ঘটেনি। এটা থেকে বুঝা যায় যে, মুসলমানদের জান ও মাল তাদের নিকট কোন গুরুত্ব রাখে না।
এছাড়া তিনি সৌদি আরবের ওহাবিপন্থি আলে সাউদ সরকারকে দূর্নীতিগ্রস্ত, আমেরিকা ও ইসরাইলের দোসর এবং ইসলাম ও মুসলমানদের শত্রু হিসেবেও উল্লেখ করেন।
iqna


captcha