IQNA

চলতি বছরে হজ অনুষ্ঠানে ২৩৯ জন হাজি নিহত

21:45 - September 11, 2016
সংবাদ: 2601549
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে হজ অনুষ্ঠানের শুরু থেকে শুক্রবার (৯ম সেপ্টেম্বর) পর্যন্ত ২৩৯ জন হাজি নিহত হয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ পরিসংখ্যান ব্যুরো গতকাল (১০ম সেপ্টেম্বর) ঘোষণা করেছে: এ পর্যন্ত ১৩ লাখ ২৫ হাজার ১৩৭ জন হাজি সৌদি আরবে প্রবেশ করেছেন। হাজিদের এই সংখ্যার মধ্যে ২৩৯ জন মৃত্যু বরণ করেছেন।

এই প্রতিবেদন অনুযায়ী, ১২ লাখ ৪৬ হাজার ৬৬০ জন হাজি আকাশ পথে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং ৬৫ হাজার ৭৫৪ জন হাজী স্থলপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। এছাড়াও পানিপথে ১২ হাজার ৭২৩ জন হাজি সৌদি আরবে প্রবেশ করেছেন।

সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়ে, গত বছরের তুলনায় চলতি বছরে ৫২ হাজার ১৮২ জন হাজি কম অংশগ্রহণ করেছে; অর্থাৎ মোট হাজির প্রায় ৩.৮ শতাংশ হাজি কম।

চলতি বছরে হাজিরা গতকাল (৮ম জিলহাজ) থেকে পবিত্র কাবা তাওয়াফ করার পর আরাফা'র ময়দানের দিকে যাত্রা শুরু করেছেন।

বলাবাহুল্য, চলতি বছরে সৌদি কর্মকর্তা নাশকতার কারণ ইরানের অধিবাসীরা হজ থেকে বঞ্চিত হয়েছেন।

iqna



ট্যাগ্সসমূহ: সৌদি ، হাজি ، কাবা ، আরাফা ، ইকনা ، নিহত
captcha