এই প্রতিবেদন অনুযায়ী, ১২ লাখ ৪৬ হাজার ৬৬০ জন হাজি আকাশ পথে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং ৬৫ হাজার ৭৫৪ জন হাজী স্থলপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। এছাড়াও পানিপথে ১২ হাজার ৭২৩ জন হাজি সৌদি আরবে প্রবেশ করেছেন।
সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ পরিসংখ্যান ব্যুরো আরও জানিয়ে, গত বছরের তুলনায় চলতি বছরে ৫২ হাজার ১৮২ জন হাজি কম অংশগ্রহণ করেছে; অর্থাৎ মোট হাজির প্রায় ৩.৮ শতাংশ হাজি কম।
চলতি বছরে হাজিরা গতকাল (৮ম জিলহাজ) থেকে পবিত্র কাবা তাওয়াফ করার পর আরাফা'র ময়দানের দিকে যাত্রা শুরু করেছেন।
বলাবাহুল্য, চলতি বছরে সৌদি কর্মকর্তা নাশকতার কারণ ইরানের অধিবাসীরা হজ থেকে বঞ্চিত হয়েছেন।