IQNA

পরিবর্তন করা হল পবিত্র কাবার পর্দা

22:10 - September 11, 2016
সংবাদ: 2601550
আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরের নিয়ম অনুযায়ী চলতি বছরেও আরাফার দিনে (১১ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর পবিত্র কাবা ঘরের পর্দা পরিবর্তন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: পবিত্র কাবা ঘরের পর্দা নির্মাণ কারখানায় কয়েক মাস ধরে এই মনোরম পর্দা নির্মাণ করা হয়। অতি সুন্দর ও মনোরম এই পর্দা নির্মাণের জন্য মূল্যবান পাথর, সোনার সুতা ও পিওর রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে।

১৪৩৭ হিজরি সানের পবিত্র কাবা ঘরের পর্দা সেলাই, সৌন্দর্যের কাজ ও নির্মাণের জন্য ১৭০ জন দক্ষ কর্মী ও দর্জি অবিরাম পরিশ্রম করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, পবিত্র কাবা ঘরের পবিত্র পর্দা আজকে পরিবর্তন করা হয়েছে এবং পুরাতন পর্দা সরিয়ে নতুন পর্দা লাগানো হয়েছে।

পবিত্র কাবা ঘরের পর্দা পরিবর্তনের অনুষ্ঠান দেখার জন্য এখানে ক্লিক করুন।

পবিত্র কাবার পর্দার উচ্চতা 14 মিটার এবং পর্দার নীচের অংশে 95 সেমি চওড়ার অংশে বর্গাকারে ১৬টি বস্ত্রখণ্ড লাগানো রয়েছে।
পর্দার চারপাশে পবিত্র কুরআনের আয়াত এবং দূরত্ব বাজায় রেখে সোনার সূতা দিয়ে «یا حی و یا قیوم»، «یا رحمن و یا رحیم»  «الحمدالله رب‌العامین»  লেখা রয়েছে।
পিওর রেশমি কাপড় দিয়ে নির্মিত পবিত্র কাবা ঘরের পর্দার উচ্চতা ৬.৫ মিটার এবং প্রস্থ  ৫.৩ মিটার। সোনা ও রূপার সূতা দিয়ে পবিত্র কুরআনের লেখা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, পর্দাটি লাগানোর সময় পর্দাও ওপর প্রায় ২ টন ছিল।
পবিত্র কাবা ঘরের নতুন পর্দাটি নির্মাণের জন্য প্রায় ২ কোটি সৌদি রিয়াল ব্যয় হয়েছে।


iqna


captcha