"ডেইলি মেল" সংবাদপত্র এ ব্যাপারে লিখেছে: মুসলিম নারী দাঁতের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কুরআন তিলাওয়াত শুনছিলেন।
এছাড়াও গাড়ী থামানোর পর ঐ মুসলিম নারী পুলিশের সাথে হাত মিলায়নি এবং নিজেরকে রক্ষা করার জন্য তিনি বলেছেন: গাড়ী চালানোর সময় আমি মোবাইলে কথা বলিনি এবং এসময় আমি কোন আইন বিরোধী কাজ করিনি। এসকল কথা বলা সত্ত্বেও পুলিশ তার কোন কথা না শুনি জরিমানা করেছে।
বলাবাহুল্য, ইসলামী শিক্ষায় বলা হয়েছে, কোন নারী কোনো নামাহারামের সাথে হাত মিলাতে পারবে না। আর সেই জন্য ঐ মুসলিম নারী পুলিশের সাথে হাত মিলায়নিা।