IQNA

পবিত্র কুরআন তিলাওয়াত শোনার জন্য জরিমানা গুনতে হল মুসলিম নারীর

23:53 - September 11, 2016
সংবাদ: 2601554
আন্তর্জাতিক ডেস্ক: হল্যান্ডের রাস্তায় এক মুসলিম নারী তার গাড়ীতে বসে কুরআন তিলাওয়াত শুনছিলেন এবং কুরআন তিলাওয়াত শোনার দায়ে সেদেশের পুলিশ ঐ মুসলিম নারীকে জরিমানা করেছে।

]পবিত্র কুরআন তিলাওয়াত শোনার জন্য জরিমানা গুনতে হল
বার্তা সংস্থা ইকনা: এই মুসলিম নারী ড্রাইভিংরত অবস্থায় কুরআন তিলাওয়াত শুনছিলেন এবং সেসময় তার কানে কোন হেডফোনও ছিলনা। অথচ পুলিশ তার গাড়ী থামিয়ে জরিমানা করেছে।

"ডেইলি মেল" সংবাদপত্র এ ব্যাপারে লিখেছে: মুসলিম নারী দাঁতের ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কুরআন তিলাওয়াত শুনছিলেন।

এছাড়াও গাড়ী থামানোর পর ঐ মুসলিম নারী পুলিশের সাথে হাত মিলায়নি এবং নিজেরকে রক্ষা করার জন্য তিনি বলেছেন: গাড়ী চালানোর সময় আমি মোবাইলে কথা বলিনি এবং এসময় আমি কোন আইন বিরোধী কাজ করিনি। এসকল কথা বলা সত্ত্বেও পুলিশ তার কোন কথা না শুনি জরিমানা করেছে।

বলাবাহুল্য, ইসলামী শিক্ষায় বলা হয়েছে, কোন নারী কোনো নামাহারামের সাথে হাত মিলাতে পারবে না। আর সেই জন্য ঐ মুসলিম নারী পুলিশের সাথে হাত মিলায়নিা।

iqna



captcha