IQNA

মিনা ট্র্যাজেডির জন্য সৌদি শাসকদের বিচার হতে হবে: ঈদের খুতবায় আয়াতুল্লাহ খাতামি

20:06 - September 12, 2016
সংবাদ: 2601557
আন্তর্জাতিক ডেস্ক: গত বছর মিনা ট্র্যাজেডিতে সৌদি শাসকরা যা করেছেন তার জন্য সৌদি অপরাধীদের ইসলামি আদালতে বিচার এবং শাস্তি হতে হবে। আজ (সোমবার) তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র ঈদ-উল-আযহার নামাযের খুতবায় ইরানের শীর্ষ পর্যায়ের আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি এ কথা বলেছেন।
মিনা ট্র্যাজেডির জন্য সৌদি শাসকদের বিচার হতে হবে: ঈদের খুতবায় আয়াতুল্লাহ খাতামি

পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, "মিনা ট্র্যাজেটিতে সৌদি শাসকরা কেবল অভিযুক্তই নন তারাই প্রধান অপরাধী এবং দোষী, তাতে কোনো সন্দেহ নেই।

আয়াতুল্লাহ খাতামি বলেন, "তাদের পর্যবেক্ষণ ক্যামেরার মাধ্যমে হাজিদের পড়ে যাওয়ার দৃশ্য তারা দেখতে পারতেন। সামান্য পানি দিয়েও নিহতদের অন্তত অর্ধেকের জীবন রক্ষা করতে পারতেন কিন্তু তারা ইরানি এজেন্টদের ভেতরে প্রবেশের সুযোগ তো দেননি, নিজেরাও এগিয়ে আসেন নি। তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও কোনো পদক্ষেপ নেন নি। সৌদি প্রাসাদের অপরাধের আগুনে পুড়ে গেল সাত হাজার হজযাত্রী।

গত বছর হজের সময় সৌদি শাসকদের অব্যবস্থাপনার কারণে মিনায় প্রতীকি শয়তানকে পাথর মারতে গিয়ে পদদলিত হয়ে ৪৬৫ জন ইরানিসহ সাত হাজার হাজি নিহত হন। সেই সময় হজযাত্রীদের সঙ্গে সৌদি শাসকরা যে অপরাধ করেছেন তা স্মরণ করে এসব কথা বলেন ইরানের এই আলেম।

হজে ক্ষতিগ্রস্তদের কারবালার শহীদদের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ঈদ-উল-আযহার দিনটি মিনা শহীদদের আশুরানামে পরিচিত হওয়া উচিত।#

iqna


captcha