এদিকে মিশরের হজ ক্যাম্পের প্রধান 'মুহাম্মাদ শোয়লান' ঘোষণা করেছেন, আরাফাতের ময়দানে মিশরের দুই হাজি নিহত হয়েছেন।
তিনি বলেন: তীব্র তাপদাহের কারণে কুলিং সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। এর কারণে হাজিরা তাঁবুতে কুলিং সিস্টেমের পাওয়ার বাড়ানোর আহ্বান জানায়।#