IQNA

আরাফাতে জরুরি অবস্থা ঘোষণা/ মিশরের দুই হাজি নিহত

20:30 - September 12, 2016
সংবাদ: 2601558
আন্তর্জাতিক ডেস্ক: আরাফাতের ময়দানে হাজীদের ভিড় এবং তীব্র তাপদাহের কারণে সৌদি কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
আরাফাতে জরুরি অবস্থা ঘোষণা/ মিশরের দুই হাজি নিহত
বার্তা সংস্থা ইকনা: তীব্র তাপদাহের কারণে অনেক হাজী সান স্ট্রোক (হিট স্ট্রোক) করেছে। এর কারণে মিশরের ডাক্তারি ক্যাম্প এবং সৌদি কর্মকর্তা গতকাল (১১ই সেপ্টেম্বর) থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এদিকে মিশরের হজ ক্যাম্পের প্রধান 'মুহাম্মাদ শোয়লান' ঘোষণা করেছেন, আরাফাতের ময়দানে মিশরের দুই হাজি নিহত হয়েছেন।

তিনি বলেন: তীব্র তাপদাহের কারণে কুলিং সিস্টেমের কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। এর কারণে হাজিরা তাঁবুতে কুলিং সিস্টেমের পাওয়ার বাড়ানোর আহ্বান জানায়।#

iqna


captcha