IQNA

ক্যালিফোর্নিয়ার মসজিদে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করলো ইসলাম বিদ্বেষীরা

23:40 - September 13, 2016
সংবাদ: 2601562
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইসলাম বিদ্বেষীরা ক্যালিফোর্নিয়ার মসজিদে ইচ্ছাকৃতভাবে অগুণ ধরিয়েছে।


ক্যালিফোর্নিয়ার মসজিদে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করলো ইসলাম বিদ্বেষীরা
বার্তা সংস্থা ইকনা: ক্যালিফোর্নিয়া কর্মকর্তারা ঘোষণা করেছন: সোমবার (১২ই সেপ্টেম্বর) সকালে অজ্ঞাত পরিচয়ের ইসলম বিদ্বেষীরা ক্যালিফোর্নিয়ার ফোর্ট পিয়ার্স ইসলামিক সেন্টারে ইচ্ছাকৃতভাবে অগুণ ধরিয়েছে।

ক্যালিফোর্নিয়ার আগুন লাগা এই মসজিদে পাশে প্রায় দুই মাস পূর্বে একটি নাইট ক্লাসে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল।

নিউ ইয়র্ক ডেইলি নিউজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে: "লুইস কাউন্টি" এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা "লুইস কাউন্টি" রাত ১২:৩০টায় "ফোর্ট পিয়ার্সের ইসলামিক সেন্টারে" আগুন লাগার বিষয়টি জানতে পারে এবং তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছায়।

সিসি ক্যামেরার ধারণকৃত ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে, ফোর্ট পিয়ার্সের ইসলামিক সেন্টারের অন্তর্গত মসজিদে এক ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আগুন ধরিয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা 'ডেভিড থম্পসন' ভিডিওটি দেখে বলেছেন: ঐ ব্যক্তিটি মসজিদের নিকটে যাওয়া মাত্রই আগুন ধরে এবং ঘটনাস্থল থেকে সকলে পালিয়ে যায়।

প্রায় ৪ ঘণ্টা ধরে আগুণ জ্বলতে থাকে। এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ ঘোষণা হয়নি। ঘাতককে ধরার জন্য ভিডিওটি জনসাধারণের হাতে হস্তান্তর করার কথা চলছে।

সম্প্রতি মাসগুলোই ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বিস্তার পেয়েছে এবং এরিমধ্যে ইসলাম বিদ্বেষীরা বেশে কয়েকটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলা ও আগুন লাগিয়েছে। এছাড়াও মুসলমানদের ওপর আক্রমণ চালাচ্ছে।

iqna



captcha