IQNA

সুইডেনে বিনামূল্যে কুরআন বিতরণ

15:29 - September 14, 2016
সংবাদ: 2601566
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের ‘সায়েন্স এ্যান্ড কালচার’ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেদেশে বসবাসরত অভিবাসীদের মধ্যে বিভিন্ন ভাষায় অনুদিত কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।
সুইডেনে বিনামূল্যে কুরআন বিতরণ
বার্তা সংস্থা ইকনা: সায়েন্স এ্যান্ড কালচার' ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন "মুহাম্মাদ রাসূলুল্লাহ" শিরোনামে এক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুইডেনের উপসালা শহরে বিনামূল্যে বিভিন্ন ভাষায় অনুদিত ধর্মীয় গ্রন্থ ও কুরআন শরিফ বিতরণ করেছে।

সুইডেনে উপসালা শহরের কেন্দ্রীয় স্কয়ারে নতুন অভিবাসীদের মধ্যে ৪ ঘণ্টা যাবত অনুদিত পবিত্র কুরআন শরিফ ও ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে।

এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে, মহানবী (স.)-এর প্রতি মুসলমানদের ভালবাসাকে আরও দৃঢ় করা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মুসলমানদের পাশাপাশি অমুসলিমদেরকেও অবগত করা।

বর্তমানে অনেকেই ইসলাম ধর্মকে সঠিক রূপে চিনেনা। তাদের কাছে ইসলামের বিকৃত রূপ পৌঁছেছে। সুইডেনের সায়েন্স এ্যান্ড কালচারইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন মূল কার্যক্রম হচ্ছে ইসলামের সঠিক রূপ সকলের নিকট পৌঁছে দেওয়া এবং সমাজকে সহিংসতা মুক্ত রাখা।

iqna


captcha