IQNA

ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারের নতুন গুম্বজের উদ্বোধনের দিন ঘোষণা + ছবি

16:59 - September 16, 2016
সংবাদ: 2601578
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযারের পরিচালক ঘোষণা করেছেন: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকীর দিনে ইমাম আলী (আ.)এর মাযারের নতুন গুম্বজ উদ্বোধন করা হবে।


বার্তা সংস্থা ইকনা: ‌আমিরুল মুমিনীন আলী (আ.)এর পবিত্র মাজারে গুম্বজ পুনর্নির্মাণ প্রকল্প পরিদর্শন করে "সাইয়্যেদ নিযার হাবলুল মাতিন" ঘোষণা করেছে: মাজারের গুম্বজে সোনার কাজ এবং পুনর্নির্মাণের কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম জাফর সাদিক (আ.০এর পবিত্র জন্মবার্ষিকীর দিন তথা ১৭ই রবিউল আউয়ালে ইমাম আলী (আ.)এর মাযারের গুম্বজ উদ্বোধন করা হবে।
মাযারের পরিচালক"সাইয়্যেদ নিযার হাবলুল মাতিন" তার টিম নিয়ে গুম্বজের কার্যক্ষেত্র পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তিনি বলেন: নাজাফে তীব্র তাপের কারণে এবং বিশেষকরে পবিত্র রমজান মাসে কাজের অগ্রগতি হ্রাস পেয়েছে। এজন্য এই কাজের কিছুটা বিলম্বিত হয়েছে।
iqna


captcha