তিনি বলেন: আমেরিকাসহ আধিপত্যকামী শক্তিগুলোর প্রতি পূর্ণ অনাস্থা হচ্ছে ইরানের কোমল ও আধ্যাত্মিক শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রতিদিনই এ অনাস্থা বাড়াতে হবে।
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমানে আমেরিকা হচ্ছে বিশ্ব আধিপত্যকামী শক্তির প্রতীক। তিনি বলেন, দুঃখজনকভাবে কেউ কেউ আমেরিকার প্রতি অনাস্থাকে মেনে নিতে পারে না, তারা মুখে আমেরিকাকে শত্রু হিসেবে ঘোষণা করলেও অন্তরে অনাস্থার বিষয়টিকে লালন করতে পারে না।
সর্বোচ্চ নেতা বলেন, "ইরানের বিরুদ্ধে আমেরিকার শত্রুতার বিষয়টি আমরা ইসলামি বিপ্লবের পর থেকে বছরের পর বছর ধরেই প্রত্যক্ষ করছি। সাম্প্রতিক পরমাণু আলোচনাসহ অন্যান্য বিষয়েও তা দেখেছি। আমেরিকার কপট ও ভয়ানক চেহারা ইরানি জাতির নিকট সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই সাম্রাজ্যবাদী ও কুফরি এ দেশটির প্রতি আমাদের অনাস্থা দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতার প্রতিফল।#