IQNA

আমেরিকার প্রতি আমাদের অনাস্থা দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতার প্রতিফল: সর্বোচ্চ নেতা

23:19 - September 18, 2016
সংবাদ: 2601592
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, আমেরিকার প্রতি আমাদের অনাস্থা দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতার প্রতিফল।
বার্তা সংস্থা ইকনা: ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ ১৮ই সেপ্টেম্বর রবিবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসি'র সিনিয়র কমান্ডারদের উদ্দেশ্যে বক্তৃতাকালে বলেন: ১৯৭৮ সনের ১১ই ফেব্রুয়ারি ইমাম খোমেনীর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব সফলতার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ বাহিনী বিশ্বের সাম্রাজ্যবাদী অপশক্তিগুলোর জন্য বড় ধরনের আতংকে পরিণত হয়েছে।

তিনি বলেন: আমেরিকাসহ আধিপত্যকামী শক্তিগুলোর প্রতি পূর্ণ অনাস্থা হচ্ছে ইরানের কোমল ও আধ্যাত্মিক শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রতিদিনই এ অনাস্থা বাড়াতে হবে।

সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমানে আমেরিকা হচ্ছে বিশ্ব আধিপত্যকামী শক্তির প্রতীক। তিনি বলেন, দুঃখজনকভাবে কেউ কেউ আমেরিকার প্রতি অনাস্থাকে মেনে নিতে পারে না, তারা মুখে আমেরিকাকে শত্রু হিসেবে ঘোষণা করলেও অন্তরে অনাস্থার বিষয়টিকে লালন করতে পারে না।

সর্বোচ্চ নেতা বলেন, "ইরানের বিরুদ্ধে আমেরিকার শত্রুতার বিষয়টি আমরা ইসলামি বিপ্লবের পর থেকে বছরের পর বছর ধরেই প্রত্যক্ষ করছি। সাম্প্রতিক পরমাণু আলোচনাসহ অন্যান্য বিষয়েও তা দেখেছি। আমেরিকার কপট ও ভয়ানক চেহারা ইরানি জাতির নিকট সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই সাম্রাজ্যবাদী ও কুফরি এ দেশটির প্রতি আমাদের অনাস্থা দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতার প্রতিফল।#

iqna

captcha