তৃতীয়তম হেফজে কুরআন প্রতিযোগিতায় ইরাকের আলেমগণ, কুরআনের প্রখ্যাত অধ্যাপকগণ এবং জি ক্বার' প্রদেশের শিক্ষা বিভাগের পরিচালক 'রিয়াজ আল-আমরি' ও জি ক্বার' প্রদেশের জাতীয় নিরাপত্তা ব্যুরোর পরিচালক 'সাই্যয়েদ সাদিক আল-হাসুনা' উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মূল্যবান বক্তৃতা পেশ করেন ইরাকের বিশিষ্ট ক্বারি 'মুহাম্মাদ মুরাদ' এবং পরবর্তীতে ইরাকের গবেষণা ও ইসলামিক স্টাডিজ ইন্সটিটিউটের প্রধান "শেখ মুহাম্মাদ আল আসাদ", "ক্বাফ" কুরআনিক পরিষদের প্রতিনিধি "শেখ মুস্তাফা আস-সায়িদী' এবং কুরআন পরিষদের প্রেসিডেন্ট 'ইমাদ আল ওজদী' সমাজে কুরআন হেফজের গুরুত্বের আলোকে বক্তৃতা পেশ করেন।
উক্ত প্রতিযোগিতায় মোট ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী সকলেই কুরআনের শিক্ষক। ১০ পারা কুরআন হেফজ বিভাগে ৮ জন প্রতিনিধি, ৫ পারা কুরআন হেফজ বিভাগে ৮ জন প্রতিনিধি এবং সূরা বাকারা হেফজ বিভাগে ৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
উক্ত প্রতিযোগিতায় ১০ পারা কুরআন হেফজ বিভাগে 'আব্দুল আজিম আব্দুল হাসান', ৫ পারা কুরআন হেফজ বিভাগে 'আব্বাস সিরাদ এবং সূরা বাকারা হেফজ বিভাগে 'আলী বিসম আব্দুল ওয়াহিদ' প্রথম স্থানের অধিকারী হন।