IQNA

যে ৪টি গোনাহ সমাজকে ধ্বংস করে

14:25 - September 22, 2016
সংবাদ: 2601614
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জাহানের অন্যতম শীর্ষ মনীষী ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বলেছেন: ৪টি গোনাহ সমাজকে ধ্বংস করে। এ সকল গুনাহ থেকে সমাজকে মুক্ত রাখতে হবে।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ শনিবার ২১শে সেপ্টেম্বর ধর্মীয় নগরী কোমে ধর্মতত্ত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে বলেন: যে ৪টি গোনাহ সমাজকে ধ্বংস করে সেগুলো হচ্ছে, খিয়ানত (বিশ্বাসঘাতকতা), চুরি, মদ্যপান ও জেনা (অবৈধ শারীরিক সম্পর্ক)। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে এবং ইমাম যামানার (আ.) আবির্ভাবের জন্য দোয়া করতে হবে।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বলেন: প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে শরিয়তের বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা। আমরা যদি একটু গবেষণা করি তাহলে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে, আজকের পৃথিবীতে যত অশান্তি ও ফিতনা-ফ্যাসাদ রয়েছে, সেগুলোর মূলে একমাত্র কারণ হচ্ছে শরিয়তি বিধানাবলী উপেক্ষা ও অমান্য করা।
তিনি বলেন: হালাল উপার্জন যেভাবে মানব জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তেমনিভাবে হারাম উপার্জনও নেতিবাচক প্রভাব বিস্তার করে। কিন্তু এ বাস্তব সত্যটি আজকে আমাদের সমাজে অনেকটা উপেক্ষিত হচ্ছে। যার কারণে অনাচার ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে।
সৌদি শাসকের অত্যাচারের ব্যাপারে তিনি বলেন: সৌদি সরকার দেশের তেল সম্পদের অর্থ মুসলিম উম্মাহর স্বার্থে ব্যয় না করে, পেট্রোডলারের সাহায্যে মুসলিম জাহানে বিভেদ ও জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছে।
মুসলিম জাহানের এ অন্যতম শীর্ষ মনীষী ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ মুসলিম উম্মাহর বিরুদ্ধে সৌদি আরবের নানামুখী চক্রান্তের কথা উল্লেখ করে বলেন: মুসলিম জাহানের পবিত্র ভূমি মক্কা ও মদিনা আজ ওহাবিবাদের কবলে আক্রান্ত। সৌদি ওহাবি চক্র একদিকে মুসলিম জাহানের প্রধান শত্রু আমেরিকা ও ইসরাইলের সাথে প্রকাশ্য সম্পর্ক বজায় রেখেছে এবং অপর দিকে মক্কা ও মদিনার ঐতিহাসিক নিদর্শনাবলীকে ধ্বংস করে চলেছে।
তিনি আরও বলেন: আজকের মুসলিম দেশগুলোতে যে সব সন্ত্রাসী গোষ্ঠীগুলো মানবতা বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে, সে সব গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা করছে সৌদি আরবের ওহাবি সরকার। তাই বিশ্বের সকল বিবেকবান মানুষের উচিত সৌদির বিরুদ্ধে রুখে দাঁড়ান।
iqna



captcha