IQNA

হযরত ইউসুফ (আ.)এর মাযারে যায়নবাদীদের হামলা

15:36 - September 23, 2016
সংবাদ: 2601621
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের শতাধিক উগ্র ইহুদি হযরত ইউসুফ (আ.)এর মাযারে হামলা চালিয়েছে।
হযরত ইউসুফ (আ.)এর মাযারে যায়নবাদীদের হামলা
বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের সামরিক বাহিনীর সহযোগিতায় শতাধিক উগ্র ইহুদি হযরত ইউসুফ (আ.)এর মাযারে হামলা চালিয়ে ঐ পবিত্র স্থানের অবমাননা করে তাদের ধর্মীয় অনুষ্ঠান  পালন করেছে।
এসময় ইসরাইলের নিরাপত্তাকর্মীরা পশ্চিম তীর ও জেরুজালেমে হামলা চালিয়ে ফিলিস্তিনের ৫০ জন নাগরিককে গ্রেফতার করেছে।
বলাবাহুল্য, ইসরাইলের সামরিক বাহিনীর সহযোগিতায় প্রায় ৭০০  উগ্র ইহুদি হযরত ইউসুফ (আ.)এর মাযারে হামলা চালায়।
এসময় নাবলুসের অধিবাসীরা বাধা প্রয়োগ করলে ইসরাইলের নিরাপত্তাকর্মীরা তাদের উপর হামলা চালায় এবং তথাকথিত বাইবেলে উল্লেখিত ধর্মীয় অনুষ্ঠান পালন করে।
 
ফিলিস্তিনিবাসী ইসরাইলিরা বিভিন্ন কারণের অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে আসছে এবং এই অন্যায়ের প্রতিবাদের কারণে ফিলিস্তিনিবাসীদের সাথে ইসরাইলিদের সংঘাত অব্যাহত রয়েছে।
iqna




captcha