বার্তা সংস্থা ইকনা: 'কুয়েতের বৃহৎ প্রতিযোগিতা' নামে প্রসিদ্ধ ' إمتنان لأهل القرآن' (কুরআনের শীর্ষদের সম্মাননা) শ্লোগানে হেফজ ও তিলাওয়াতের আলোকে ২২তম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
কুয়েতের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের সচিবালয়ের মহাসচিব 'মুহাম্মাদ আল-জালাহামা' এ ব্যাপারে বলেন: কুয়েতে ২২তম জাতীয় কুরআন প্রতিযোগিতা হেফজ ও তিলাওয়াত (তাজবিদ) বিভাগে বুধবার (২১শে সেপ্টেম্বর) শুরু হয়েছে।
তিনি বলেন: কুয়েতের কুরআন এনডাউমেন্ট তহবিল এবং আওকাফ সচিবালয় কুরআনের সায়েন্সেস মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই বছরের প্রতিযোগিতা পরিচালনা করবে বয়স্ক পিতা-মাতাদের একটি দল।
সাংগঠনিক কমিটির ডেপুটি চেয়ারম্যান 'আব্দুর রহমান আল-হাশাশ' বলেন: ২০তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থানে উত্তীর্ণদের মধ্যে একলক্ষ পঞ্চাশ হাজার কুয়েতি দিনারের পুরস্কার প্রদান করা হবে।
তিনি বলেন: প্রতি বছর জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে নারী ও পুরুষ বিভাগে ২০০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কুয়েতে জাতীয় কুরআন প্রতিযোগিতা সর্বপ্রথম ১৯৯৬ সালে শুরু হয়।
iqna