IQNA

গাদীর রাসূলের (সা.) স্থলাভিষিক্ত ঘোষণার দিন: আয়াতুল্লাহ সিদ্দিকী

18:05 - September 23, 2016
সংবাদ: 2601623
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, ঐতিহাসিক গাদীরে খুমের দিনটি ইসলাম ও মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন; কেননা এ দিনে রাসূল (সা.) আমিরুল মু'মিনিন আলীকে (আ.) তার পরবর্তী স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা দিয়েছেন।
মার্কিন ও পশ্চিমা সরকারগুলো সন্ত্রাসীদের সহযোগী: তেহরানের জুমা খতিব
বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি এ সপ্তাহের জুমার নামাজের খুতবাতে উপস্থিত মুসল্লিদের প্রতি তাকওয়া ও খোদাভীতি অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন: রাসূল (সা.) বিদায় হজ্ব শেষে ১৮ই জিলহজ্ব যখন মক্কা থেকে মদিনার প্রত্যাবর্তন করছিলেন, তখন আল্লাহর নির্দেশে আলী ইবনে আবি তালিবকে (আ.) তার স্থলাভিষিক্ত ও খলিফা হিসেবে পরিচয় করিয়ে দেন। অত:পর সমস্ত সাহাবীরা আলীর (আ.) হাতে বাইয়াত গ্রহণ করেছিলেন। তাই এ দিনটি মুসলিম উম্মাহর ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল।
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরও বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর লড়াইয়ের শ্লোগান মিথ্যাচার মাত্র, কারণ তারাই সব সময় সন্ত্রাসীদের সহযোগী।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাম্প্রতিক মার্কিন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন সরকার অতীতেও এ ধরনের পদক্ষেপ নিয়ে ইরাকের গণবাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং সিরিয়ার কুনেটত্রায় প্রতিরোধ যোদ্ধাদের ওপর ইসরাইলি হামলায় সহায়তা দিয়েছে সৌদিকে সাথে নিয়ে।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, আজ দেশগুলোর স্বাধীনতা ও ইসলামী জাগরণ-বিরোধী কুচক্রী মহলগুলো বিশ্বের নানা অঞ্চলে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অজুহাতে অশুভ তৎপরতা চালাচ্ছে।
হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি আরও বলেছেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনীর উপস্থিতির ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও শান্তি ।
ইরান সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রকৃত লড়াই চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।  
হযরত আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি ইরানের ওপর ইরাকের সাদ্দাম সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের ইতিহাস তুলে ধরে  বলেছেন, ইরানের ওই পবিত্র প্রতিরক্ষার যুদ্ধ ছিল সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলোর মোকাবেলায় ইসলামী বিপ্লবের আদর্শগুলোর প্রদর্শন। তিনি  আরও বলেছেন, ইতিহাসে দেখা গেছে ইরানি জাতি কখনও আগ্রাসী নয়, কিন্তু কোনো দেশ ইরানে আগ্রাসন চালালে ইসলামী এই দেশটির সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেবে

iqna


captcha