IQNA

মঙ্গোলিয়ায় পবিত্র কুরআনের অনুদিত চার হাজার পাণ্ডুলিপি বিতরণ

16:54 - September 24, 2016
সংবাদ: 2601627
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্মীয় ওয়াকফ সংস্থা 'কুরআন আমার উপহার' নামক পরিকল্পনার মাধ্যমে মঙ্গোলিয়ায় রাজধানী "উলানবাটরে" কাজাখ ভাষায় অনুদিত পবিত্র কুরআনের চার হাজার পাণ্ডুলিপি বিতরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্মীয় ওয়াকফ সংস্থা সেদেশের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির সহযোগিতায়  মঙ্গোলিয়ায় রাজধানী "উলানবাটরে" কুরআন শরিফের অনুদিত এসকল পাণ্ডুলিপি বিতরণ করেছে।
তুরস্কের ধর্মীয় ওয়াকফের কর্মকর্তা বলেন: উলানবাটের ধর্মীয় সংস্থার অন্তর্গত দুটি মসজিদের মুসল্লিদের মধ্যে অনুদিত এসকল কুরআন বিতরণ করা হয়েছে।
তুরস্কের ধর্মীয় ওয়াকফ সংস্থার উপ-পরিচালক 'আাব্দুর রহমান চ্যাটিন' এ ব্যাপারে বলেন: মঙ্গোলিয়ায় বসবাসকৃত সংখ্যালঘু কাজাখ মুসলমানদের মধ্যে কাজাখ ভাষায় অনুদিত কুরআন ও তাফসিরের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন: তুরস্কের এই সংস্থাটি বিশ্বের ১৩৫টি দেশে সক্রিয় রয়েছে। এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের জনগণের জন্য স্থানীয় স্থানীয় ভাষায় কুরআন অনুবাদ করে তাদের মাঝে বিতরণ করে।
আব্দুর রহমান বলেন: এপর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগণের মধ্যে অনুদিত ৪ লাখ কুরআন বিতরণ করা হয়েছে।
উলানবাটের ধর্মীয় সংস্থার অন্তর্গত একটি মসজিদের পেশ ইমাম খলিল টুটুল বলেন: গত বছরের প্রথম দিকে আরবি থেকে মঙ্গোলিয় ভাষয় কুরআন অনুবাদের কাজ শুরু করা হয় এবং এ পর্যন্ত ১৫ পারা অনুবাদ করা হয়েছে। আশাকরা যাচ্ছে আগামী বছরের মধ্যে মঙ্গোলিয় ভাষায় কুরআন অনুবাদের কাজ সম্পন্ন হবে।
iqna


captcha