IQNA

ডেনমার্কে যুবক মুয়াজ্জিনদের আযান প্রতিযোগিতা

22:43 - September 26, 2016
সংবাদ: 2601641
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের রাজধানী "কোপেনহেগেনে"র ইমাম আলী (আ.) মসজিদে যুবক মুয়াজ্জিনদের অংশগ্রহণের মাধ্যমে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: আযানের দর্শনের সাথে যুবকদের পরিচয় করানোর উদ্দেশ্য উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ২৫ জন যুবক অংশগ্রহণ করেছেন।

আযান প্রতিযোগিতা ইমাম আলী (আ.) মসজিদের সেমিনার কক্ষে এশার নামাজের পর এক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলী প্রতিযোগীদের নিকট থেকে আযানের ' حی علی الصلاة' (হাইয়া আলাস সালা) 'নামাজের জন্য এসো' বাক্যটি বলতে বলেছেন। ডেনমার্কে প্রথম বারের মত যুবক মুয়াজ্জিনদের আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য 'সাইয়্যেদ ইয়াহিয়া আল-হুসাইনি' এব্যাপারে বলেন: যুবক ক্বারিদের আবিষ্কার ও পরিচিতিলাভ করানোর জন্য অতি শীঘ্রই কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হবে।

iqna

captcha