আযান প্রতিযোগিতা ইমাম আলী (আ.) মসজিদের সেমিনার কক্ষে এশার নামাজের পর এক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলী প্রতিযোগীদের নিকট থেকে আযানের ' حی علی الصلاة' (হাইয়া আলাস সালা) 'নামাজের জন্য এসো' বাক্যটি বলতে বলেছেন। ডেনমার্কে প্রথম বারের মত যুবক মুয়াজ্জিনদের আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য 'সাইয়্যেদ ইয়াহিয়া আল-হুসাইনি' এব্যাপারে বলেন: যুবক ক্বারিদের আবিষ্কার ও পরিচিতিলাভ করানোর জন্য অতি শীঘ্রই কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হবে।