আন্তজাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামনেয়ী বলেছেন, শত্রুর হুমকি মোকাবেলায় অবশ্যই ইরানি বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজ (বুধবার)
ইরানের সামরিক বাহিনীরনতুন ক্যাডেটদের গ্রাজুয়েশন কোর্সের
সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, "ইসলাম, স্বাধীনতা ও সুন্দর মূল্যবোধের প্রতি
নিবেদিতথাকার কারণে ইরানি জাতি বিশাল যুদ্ধ-হুমকির মুখে রয়েছে। এ
অবস্থায় যদিপ্রয়োজন হয় তাহলে সশস্ত্র বাহিনীকে শত্রুর হুমকি নস্যাৎ করে
দেয়ার জন্যতাদের ভূমিকা পালন করতে হবে।” ১৯৮০ সালের দিকে ইরাকের সাবেক স্বৈরশাসকসাদ্দামের চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর ত্যাগের কথাস্মরণ করে সর্বোচ্চ নেতা বলেন, "সে সময়ের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ছিলজাতির জন্য
অগ্নিপরীক্ষা, ওই যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীরসামগ্রিক সক্ষমতা
প্রকাশ পায়। সে সময়ই গুরুত্বপূর্ণ ও প্রতিভাবান অর্জনগুলোএসেছে।” আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আট বছরেরযুদ্ধের সময়
বিশ্বের সব বড় শক্তি ইসলামি ইরানের বিরুদ্ধে সাদ্দামকে সমর্থনদিলেও ইরানের জনগণ তাদের বিশ্বাসের ভরসা করে সে যুদ্ধকে মোকাবেলা করেছেন। iqna