IQNA

মৃত্যু বরণ করল সহস্রাধিক ফিলিস্তিনির হত্যাকারী

16:40 - September 28, 2016
সংবাদ: 2601653
আন্তর্জাতিক ডেস্ক: ব্রেইন স্ট্রোক করার দুই সপ্তাহ পর ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট এবং সহস্রাধিক ফিলিস্তিনির হত্যাকারী শিমন পেরেজ মারা গিয়েছে।
বার্তা সংস্থা ইকনা: দুই সপ্তাহ পূর্বে সহস্রাধিক ফিলিস্তিনির হত্যাকারী শিমন ব্রেইন স্ট্রোক করে। ব্রেইন স্ট্রোক করার পর তাকে তেল আভিভের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আজ (২৮শে সেপ্টেম্বর) সকালে ৯৩ বছর বয়সে মৃত্যু বরণ করে শিমন পেরেজ।

শিমন পেরেজ প্রেসিডেন্ট থাকার সময় ২০০৭ ও ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল দুদফায় পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে। এসব যুদ্ধে মারা গেছেন অন্তত ৪ হাজার ফিলিস্তিনি।

নিরীহ মানুষদের হত্যাকারীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ঘাতক ও অত্যাচারী শিমন পেরেজের মৃত্যুর কারণে সর্বপ্রথম সমবেদনা জানায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।

ইসরাইলি মন্ত্রীসভা অধিবেশন ডাকার পর শিমন পেরেজের শেষকৃত্যের সময় ঘোষণা করা হবে।

iqna


captcha