শিমন পেরেজ প্রেসিডেন্ট থাকার সময় ২০০৭ ও ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল দুদফায় পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে। এসব যুদ্ধে মারা গেছেন অন্তত ৪ হাজার ফিলিস্তিনি।
নিরীহ মানুষদের হত্যাকারীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ঘাতক ও অত্যাচারী শিমন পেরেজের মৃত্যুর কারণে সর্বপ্রথম সমবেদনা জানায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইসরাইলি মন্ত্রীসভা অধিবেশন ডাকার পর শিমন পেরেজের শেষকৃত্যের সময় ঘোষণা করা হবে।