বার্তা সংস্থা ইকনা: ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৭তম জাতীয় কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঐক্য সপ্তাহ উপলক্ষে নয়া দিল্লিতে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতা হেফজ ও তিলাওয়াত বিভাগে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় ভারতের ৫০ জন ক্বারি ও হাফেজ অংশগ্রহণ করবে এবং বিচারকার্য সম্পন্ন করার জন্য ৫ জন বিচারক উপস্থিত থাকবেন।
১৭তম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ভারতে বসবাসরত ইরানী আলেম এবং স্থানীয় ধর্মীয় নেতা ও পণ্ডিতগণ বক্তৃতা পেশ করবেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে।
iqna