IQNA

কাজাখিস্তানে হিজাব ফেস্টিভাল

23:38 - September 29, 2016
সংবাদ: 2601660
আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন ধর্মের অনুসারীদের হিজাবের সাথে পরিচয় করানোর উদ্দেশ্য কাজাখিস্তানের "আলমাটি" শহরে হিজাব ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: আলমাটিতে অনুষ্ঠিত হিজাব ফেস্টিভালে ইসলামী শৈলীতে নির্মিত বিভিন্ন ধরণেরে পোশাক প্রদর্শিত হয়েছে।

বিভিন্ন ধর্মের অনুসারীদের হিজাবের সাথে পরিচয় করানোর জন্য প্রদর্শিত উক্ত হিজাব ফেস্টিভালে অনেক অমুসলিমরাও অংশগ্রহণ করেছেন।

ইসলাম ধর্মের সুন্দর পোশাকের ব্যাপারে উপস্থিত এক দর্শক বলেন: এই প্রদর্শনীতে বিভিন্ন ধরণের হিজাব দেখেছি। এই হিজাবগুলো শুধুমাত্র মুসলিম নারীদের জন্য সীমাবদ্ধ নয়; বরং অমুসলিমরাও এগুলো ব্যবহার করতে পারবে।

উক্ত হিজাব ফেস্টিভালে আজারবাইজান, চীন, উজবেকিস্তান ও কিরগিজস্তানের মুসলমানেরাও অংশগ্রহণ করেছেন এবং দর্শনার্থীদের প্রদর্শনের জন্য নিজেদের স্থানীয় ধর্মীয় পোশাক ব্যবহার করেছেন।

iqna


captcha