shabestan- এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: নিজের বড়াই করতে গিয়ে অধিকাংশই মানুষ ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে এবং এভাবে মানুষের মধ্যে শত্রুতা ও হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। আর এ কারণেই দ্বীন ইসলামে ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
রাসূল(সা.) বলেছেন: যার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে সে বেহেশতের যে কোন দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করতে পারবে। যে ব্যক্তি সৎকর্ম করে, মানুষের উপস্থিতি এবং অনুপস্থিতিতে আল্লাহকে ভয় করে এবং হক পথে থেকেও তা আদায়ের জন্য ঝগড়া বিবাদে জড়ায় না।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ঝগড়া বিবাদ পরিহার কর, কেননা এই কারণে মানুষের অন্তর কলুষিত হয় এবং মুনাফেকি সৃষ্টি হয়। আর ঝগড়া বিবাদ মানুষের বন্ধুত্বের সম্পর্ককে শত্রুতায় পরিণত করে।
নির্বোধ এবং গম্ভীর লোকদের সাথে ঝগড়া কর না। কেননা নির্বোধরা তোমাকে কষ্ট দিবে আর গম্ভীর মানুষ তোমার শত্রুতে পরিণত হবে।
রাসূল(সা.) বলেছেন: জিবরাইল যখনই আমার কাছে আসতেন তখনই বলতেন, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন।
ইমাম সাদিক(আ.) বলেছেন: যে ব্যক্তি ঝগড়া করতে সে যেন শত্রুর অনিষ্ট থেকে নিজেকে সামলানোর জন্য প্রস্তুত হয়।