প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন ইরানের বিশিষ্ট ক্বারি আহমাদ আবুল কাসেমী।
ক্রোয়েশিয়ায় ১মতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে আহমাদ আবুল কাসেমী সেদেশে অবস্থান করছেন।
ইরানের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে প্রতিনিধিত্ব করবেন হাদী মৌহেদ আমিন।
ক্রোয়েশিয়ায় পূর্বে বলকানের প্রতিনিধিদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হত; তবে এবারই প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
হাদী মৌহেদ আমিন তেহরানের বসবাস করেন। ইরানের জাতীয় কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেছেন।