IQNA

পহেলা মুহররমে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পতাকা পরিবর্তন করা হবে

16:17 - September 30, 2016
সংবাদ: 2601664
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মুহররম মাস উপলক্ষে ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা লাগানো হবে।
বার্তা সংস্থা ইকনা: পতাকা পরিবর্তনের জন্য প্রাথমিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। মুহররম মাসের প্রথম সন্ধ্যা তথা ২য় অক্টোবর সন্ধ্যায় সহস্রাধিক যায়েরের উপস্থিতিতে লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা লাগানো হবে।

প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর মুহররম মাসের শুরুতেই ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিবর্তন করা হয়।

৬১ হিজরিতে মুহররম মাসের ১০ তারিখে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) শাহীদ হন। আর এই শোকাবহ মাসে বিশ্বের বিভিন্ন দেশে আহলে বায়েত (আ.) ভক্তগণ আজাদারী পালন করেন।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কারখানায় এই পতাকা নির্মাণ করা হয়েছে এবং মাযারের গুম্বজের উপর এই পতাকা লাগানো হবে।

iqna


captcha