প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর মুহররম মাসের শুরুতেই ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের পরিবর্তন করা হয়।
৬১ হিজরিতে মুহররম মাসের ১০ তারিখে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) শাহীদ হন। আর এই শোকাবহ মাসে বিশ্বের বিভিন্ন দেশে আহলে বায়েত (আ.) ভক্তগণ আজাদারী পালন করেন।
ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কারখানায় এই পতাকা নির্মাণ করা হয়েছে এবং মাযারের গুম্বজের উপর এই পতাকা লাগানো হবে।