IQNA

হুসাইনি আদর্শ নিয়ে সাম্রাজ্যবাদের শেকলে বন্দি জাতিগুলোর মুক্তির পরিবেশ গড়ে তুলুন

17:57 - October 07, 2016
সংবাদ: 2601719
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা-নামাজের খতিব আয়াতুল্লাহ কেরমানি ইমাম হুসাইন (আ)’র পথ-নির্দেশনার আলোকে বিশ্ব-সাম্রাজ্যবাদের শেকলে বন্দি জাতিগুলোর মুক্তির পরিবেশ গড়ে তুলতে বিশ্বের সব মুক্তিকামী মানুষকে আহ্বান জানিয়েছেন। তিনি আজ তেহরানের জুমা-নামাজের খুতবায় এ আহ্বান জানান।
হুসাইনি আদর্শ নিয়ে সাম্রাজ্যবাদের শেকলে বন্দি জাতিগুলোর মুক্তির পরিবেশ গড়ে তুলুন
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহহেদি কেরমানি ইমাম হুসাইন (আ) শাহাদত-বার্ষিকী উপলক্ষে সবাইকে শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এই মহান ইমাম ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ আর মুক্তিকামীতার পথ ধরে মুসলমানসহ বিশ্বের মুক্তিকামী জনগণ মানুষকে মুক্তি ও সৌভাগ্যের পথে নেয়ার সেই আন্দোলন চালিয়ে যাবেন বলে আশা করছি।

পশ্চাৎগামী আরব সরকারগুলো মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলসহ ইসলামের শত্রুদের অশান্তির নীতির সহযোগী হওয়ায় আয়াতুল্লাহ কেরমানি দুঃখ প্রকাশ করে বলেছেন, আজ মুসলিম জাতিগুলোকে জেগে উঠতে হবে ও শত্রুদের সব ষড়যন্ত্র বানচাল করতে হবে।

তিনি ইরানি হাজিদেরকে এ বছর হজ করতে না দেয়ার সৌদি কার্যক্রমের নিন্দা জানিয়ে বলেছেন, মুসলমানরা কখনও গত বছরের মিনা ট্র্যাজেডির ঘটনা ভুলবে না, কারণ তা তাদের অনুভূতিকে ক্ষত-বিক্ষত করেছে। তিনি সুষ্ঠুভাবে হজ পরিচালনার উপায় বের করার বিষয়ে ভাবতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দুই পবিত্র স্থানের তত্ত্বাবধান ও পরিচালনার যোগ্যতা সৌদি রাজগোষ্ঠীর নেই।

স্ব-নির্ভর ইরানের জনগণ কারো সাহায্য ছাড়াই মার্কিন সরকারের কাছে আটক সম্পদগুলো উদ্ধার করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তেহরানের জুমা নামাজের খতিব আরও বলেছেন, মার্কিন সরকার চুক্তি মেনে চলবে- ইরানের জনগণ তা বিশ্বাস করে না, কারণ তারা টালবাহানা ও বিশ্বাসঘাতকতা ছাড়া মার্কিন সরকারের কাছ থেকে কখনও অন্য কিছু দেখেনি।

iqna



captcha