বার্তা সংস্থা ইকনা: বায়কুবা' শহরের হুসাইনিয়া সহ আজাদারি করার বিভিন্ন স্থানে হামলা পরিকল্পনা করেছিল তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। নিরাপত্তা বাহিনী ঘটনাটি জানতে পেরে ওয়ান্টেড এক সন্ত্রাসী গ্রেফতার করে সন্ত্রাসীদের হামলার সকল পরিকল্পনা নস্যাৎ করেছে।
দিয়ালা প্রদেশের পুলিশের সোর্স জানিয়েছে, বায়কুবা' শহরের ১১২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ৬ অক্টোবরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
প্রাথমিক তদন্তের সময় ঐ শীর্ষ সন্ত্রাসী আশুরার শোকানুষ্ঠানে হামলার সকল পরিকল্পনার কথা স্বীকার করেছে। গ্রেফতারের সময় দায়েশের ঐ সন্ত্রাসীর নিকট থেকে ৯ প্যাকেট বোমা উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সকল বোমা নিষ্ক্রিয় করেছে।
উক্ত সোর্স আরও জানিয়েছে: এই সন্ত্রাসী ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে অনেক জঘন্য সহিংসতার সাথে জড়িত ছিল। এই সন্ত্রাসীকে গ্রেফতার করার পর সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
iqna