বার্তা সংস্থা ইকনা: চীনের 'সাংহাই' শহরে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছরই চীনের সাংহাই শহরে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চীনের একটি বৃহত্তম শহর সাংহাই। মুহররম মাস আসা সাথে সাথে ঐ শহরের বিভিন্ন মসজিদে কালো পতাকা উত্তোলন করা হয় এবং ইমাম হুসাইন (আ.)এর আজাদারী পালন করা হয়।
প্রতি বছর ১ম থেকে ১০ মুহররম পর্যন্ত উক্ত শোকানুষ্ঠান উদযাপন হয়। উক্ত শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াত এবং জিয়ারতে আশুরা পাঠ করা ছাড়াও ইমাম হুসাইন এবং কারবালার ঘটনার আলোকে বক্তৃতা, মর্সিয়া, নওহা ও মাতম করা হয়।
iqna