IQNA

"মার্শাল" বিশ্ববিদ্যালয়ে "হিজাবের দিকে" শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান

16:15 - October 08, 2016
সংবাদ: 2601726
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার "মার্শাল" বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেমোরিয়াল সেন্টারের পক্ষ থেকে ৩য় অক্টোবর অমুসলিমদের হিজাব ব্যাবহারের পদ্ধতি শেখানোর জন্য "হিজাবের দিকে" শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: "মার্শাল" বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেমোরিয়াল সেন্টারের সদস্য 'তাসিয়া রাঙ্কিন বলেন: আমারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অমুসলিম নারীদের হিজাব সম্পর্কে অবগত করার চেষ্টা করছি।

"মার্শাল" বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেমোরিয়াল সেন্টারের প্রধান 'মালিক খোজাইর' বলেন: অনেকর ধারনা মুসলিম নারীদের ওপর জোরপূর্বক হিজাব চাপিয়ে দেওয়া হয়েছে এবং এরা কারণে হিজাব সম্পর্কে ইতিবাচক প্রভাবকে তারা অস্বীকার করে।

তিনি বলেন: নারীদের হিজাবের কারণে অন্যান্য তাদের বাহ্যিক দিকের প্রতি লক্ষ না করে তাদের ব্যক্তিত্বের প্রতি লক্ষ রাখে।

এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অমুসলিম নারীদেরকে স্কার্ফ উপহার দেওয়া হয়েছে। যাতেকরে তারাও একজন মুসলিম নারীর মত হিজাবের অভিজ্ঞতা অর্জন করে।

iqna


captcha